বিমানবন্দরের রাস্তা নির্মাণে অসন্তোষ, কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ আগরতলা মহারাজ বীরবিক্রম বিমানবন্দরের কাজ আপাতত বন্ধ করে দিলেন স্থানীয় জনগণ৷ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য গত কয়েকমাস ধরেই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷ শীঘ্রই আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলেছে৷


লক্ষ্যণীয় বিষয় হল নারায়ণপুর এলাকায় যাতায়াতের জন্য যে রাস্তাটি রাখা হয়েছে সেটি তুলনামূলকভাবে অনেকটাই ছোট৷ সে কারণেই নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেন নারায়ণপুর এলাকার বাসিন্দারা৷ আগরতলা মহারাজ বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ নিয়ে জটিলতা দেখা দিয়েছে৷ কাজ দ্রুত এগিয়ে চললেও নারায়ণপুর এলাকার বাসিন্দারা ওই এলাকায় যাতায়াতের রাস্তা অপেক্ষাকৃত ছোট করে দেওয়ার প্রতিবাদে কাজে বাধা সৃষ্টি করেছে৷ বিমানবন্দরের যে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে তার গা ঘেঁষেই নারায়ণপুর এলাকায় যাতায়াতের রাস্তা৷ গ্রামের যাতায়াতের জন্য যে রাস্তাটি তৈরি করা হচ্ছে সেটি অপেক্ষাকৃত ছোট৷ এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা কোন সামাজিক অনুষ্ঠানের বড় যানবাহন যাতায়াত করতে পারবে না৷ বিষয়টি এলাকাবাসীর নজরে আসতেই তারা সংঘবদ্ধভাবে কাজে বাধার সৃষ্টি করেছেন৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে যান৷ গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তারা৷ আপাতত কাজ বন্ধ রাখতে নির্মাণ সংস্থার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ওই এলাকার জনগণ৷ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি মোহনপুরের মহকুমা প্রশাসনকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়৷


সেই খবরের ভিত্তিতে মোহনপুরের ডিসিএম মানিক চাকমা সহ অন্যান্যরা ছুটে আসেন৷ যারা নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছেন তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেন ডিসিএম৷ কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি গ্রামবাসী৷ সে কারণেই কাজ বন্ধ করে দিয়ে বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারের সঙ্গে তারা কথা বলবেন বলে জানান৷ সেই কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে৷ আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শীঘ্রই সম্পূর্ণ করে আন্তর্জাতিক পর্যায়ের উড়ান পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ৷ কাজ যখন দ্রুতগতিতে এগিয়ে চলছে ঠিক সেই সময়ে রাস্তা তৈরি নিয়ে মতভেদ দেখা দেওয়ায় কাজ থমকে পড়েছে৷