কাছাড়ে সহকর্মীর গুলিতে হত সিআরপিএফ জওয়ান, ঘায়েল অপর এক

উধারবন্দ (অসম), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : সহকর্মীর গুলিতে মৃত্যুবরণ করেছেন সিআরপিএফ-এর জনৈক জওয়ান। একই ঘটনায় আহত অপর এক জওয়ানকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে কাছাড় জেলার দয়াপুরে অবস্থিত সিআরপিএফ-এর ১৪৭ ব্যাটালিয়ন ক্যাম্পে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল রাতের খাবার পর কোনও বিষয়কে কেন্দ্র করে হাবিলদার ধরমপাল যাদবের সঙ্গে তর্ক বাঁধে ভিমলেস উপাধ্যায় ও সুরেন্দ্র কুমারের৷ কথা কাটি এক সময় চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে। আচমকা মেজাজ হারিয়ে ধরমপাল যাদব তার নিজের সার্ভিস রাইফেল নিয়ে এসে ভিমলেস উপাধ্যায় ও সুরেন্দ্র কুমারকে লক্ষ্য করে রাইফেল থেকে পর পর তিন রাউন্ড গুলি ছুঁড়ে বসেন। গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বিহারের বাসিন্দা ভিমলেস উপাধ্যায়৷ গুলি লাগে সুরেন্দ্র কুমারের শরীরেও। চোখের নিমেষে সংগঠিত ঘটনায় হতভম্ব সহকর্মীরা। তাঁরা ছুটে এসে ঝাপটে ধরে কাবু করেন ধরমপালকে। কিন্তু ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গেছে।

এদিকে গুলিবিদ্ধ হওয়ায় মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন সুরেন্দ্র কুমার। ইত্যবসরে গুনিবিদ্ধ দুনকেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ভিমলেস উপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করেন। তবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সুরেন্দ্র কুমারের চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা।

অন্যদিকে ধরমপালকে তার সহকর্মীরা ধরে পুলিশের হাতে দিয়েছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। শিলচর সদর থানার ওসি দিতুমণি শইকিয়া ঘটনার তথ্য দিয়ে মঙ্গলবার জানান, ধরমপালকে সিআরপিএফ জওয়ানরাও সমঝে দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দয়াপুর সিআরপিএফ ক্যাম্পাসে বিষাদের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *