নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের সুরক্ষা, নিরাপত্তা এবং অখণ্ডতার সঙ্গে কোনও আপস করা হবে না। তাই ভারত তার অভ্যন্তরীণ বিষয়ে কোনও বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণ করবে না বলে স্পষ্ট করছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। সোমবার উপরাষ্ট্রপতির বাসভবনে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত কৌটিল্য ফেলোশিপ প্রোগ্রামে (কেএফপি) অংশ নেওয়া প্রতিনিধিদের উদ্দেশ্যে উপরাষ্ট্রপতি বলেন, জম্মু ও কাশ্মীরের পুনর্গঠনের উদ্দেশ্য ওই এলাকাকে উন্নয়নের মূলস্রোতে অন্তর্ভুক্ত করা।সন্ত্রাসবাদ গোটা মানব সমাজের কাছে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই সন্ত্রাসবাদীদের কোন ধর্ম নেই বলেও তিনি জানিয়েছেন। দেশের বিদেশ নীতি ও জননীতি নিয়ে আলোচনা করে তিনি বলেন, ভারত গোটা বিশ্বকে একটি পরিবার হিসাবে মনে করে। আর এই কারণে ভারত কখনই কোনও দেশে আগে আক্রমণ করেনি। ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।
নাইডু বলেন, দেশের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও, ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। তিনি আরও বলেন, সংস্কারের ধারাবাহিকতা যদি একই গতিতে অব্যাহত থাকে তবে এটি তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। ভেঙ্কাইয়া বলেন, কৌটিল্য ফেলোশিপ আমাদের ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় বিদেশনীতির উদ্দেশ্য এবং দেশের গণতান্ত্রিক সংস্থাগুলিকে অধ্যয়নের সুযোগ দেবে। কৌটিল্য, যার নামে এই ফেলোশিপ শুরু হয়েছে, তিনি ৮০০০ শ্লোকের “আর্থশাস্ত্র” রচনা করেছিলেন।যার মধ্যে কূটনীতির ১৮০ টি দিক নিয়ে আলোচনা করা আজও প্রাসঙ্গিক। এই অনুষ্ঠানে উপাচার্য অ্যাডমিরাল শেখর সিনহা, ইন্ডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য রাম মাধব, পরিচালন কমিটির সদস্য এবং কৌটিল্য ফেলোশিপ প্রোগ্রামের শতাধিক অংশগ্রহণকারীরা এদিন উপস্থিত ছিলেন।