নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সূচনা করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ পারভেশ সাহেব সিং ভর্মা বলেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) -র এ দেশের কোনও নাগরিকের কোনও সম্পর্ক নেই। সুতরাং, এর বিরোধিতার কোন যৌক্তিকতা নেই। তিনি বলেন, যে কোনও পরিস্থিতিতে এই আইন প্রত্যাহার করা হবে না। পারভেশ ভর্মা রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনের পর এই সভায় বিরোধী সদস্যরা বিক্ষোভ ও স্লোগান দিতে শুরু করেন। বিরোধী সদস্যরা পরে সংসদ থেকে বেরিয়ে যান। বিজেপি সদস্যের আপত্তিকর বক্তব্যের জন্য দিল্লি বিধানসভা নির্বাচনে দলের তারকা প্রচারক তালিকা সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিরোধী সদস্যরা বিরোধিতা করেন। ভর্মা দিল্লির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে বলেন, শাহিনবাগের বিক্ষোভে আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রীর সমর্থন রয়েছে।
তিনি আরও বলেন, অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তিনি প্রতিবাদকারীদের সঙ্গে রয়েছেন, অথচ শাহিন বাগে অবস্থান-বিক্ষোভকারীরা রাষ্ট্র বিরোধী স্লোগান দিচ্ছেন। ভর্মা আরও বলেন, বিরোধী দলগুলির সরকার দেশে সমস্যা তৈরি করেছে। অথচ মোদী সরকার তাদের সমাধানের পথ দেখাচ্ছেন। অন্যান্য সরকার জাতীয় গুরুত্বের বড় বিষয়গুলি এড়িয়ে চলেছে, অথচ আমাদের সরকার এই সমস্যা সমাধানের জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণ করছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা সরানোর সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, সরকারের এই সিদ্ধান্তটি দেশের জনসাধারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি কেন্দ্রীয় সরকারের বৃহত্তম সাফল্য বলেও তিনি উল্লেখ করেন। বিজেপি সাংসদ বলেন, এ দেশে রামের নাম নেওয়া সাম্প্রদায়িক হয়ে গিয়েছে। ভর্মা সভায় সংবিধানের অনুলিপি দেখিয়ে বলেন, সংবিধানের মূল কপি তাঁর কাছে রয়েছে যেখানে রাম ও সীতার ছবি রয়েছে, যদিও তা পরে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া রাধা-কৃষ্ণ ও হনুমানের ছবিও সরিয়ে দেওয়া হয়েছে।তিনি বলেন, কয়েকটি দল অভিযোগ করেছে যে বিজেপি বিরোধী দলকে নির্মূল করতে চায়, তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।