BRAKING NEWS

পাকিস্তানে নির্যাতনের পর ভারতে এল ৫২ টি হিন্দু পরিবার

চন্ডীগড়, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে ৫২ টি হিন্দু পরিবার সোমবার সন্ধ্যায় আটারি-ওয়াঘা সীমান্ত হয়ে ভারতে পৌঁছাল। প্রায় একশো জনের এই দলটি ২৫ দিনের ধর্মীয় ভিসা দেওয়া হয়েছিল। এর আওতায় এই পাকিস্তানী হিন্দু নাগরিকরা হরিদ্বারে ঘুরে বেড়াতে পারবেন। পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দুদের মধ্যে সাত ব্যক্তি পেশায় চিকিৎসক। এর মধ্যে বেশিরভাগ হলেন যারা পাকিস্তানে ফিরে যেতে রাজি নন এবং ভারতের নাগরিকত্ব চান। সমাজকর্মী তথা প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং সিরসা এই হিন্দু পরিবারগুলিকে ভারতে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জানা গিয়েছে, পাকিস্তানের হিন্দু পরিবার দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছে। এই লোকদের অনেকেই মনজিন্দর সিং সিরসার সঙ্গে যোগাযোগ ছিল। এ কারণে ৫২ টি হিন্দু পরিবারের শতাধিক সদস্যকে ভারতে ধর্মীয় পর্যটন ভিসায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। এই হিন্দু পরিবারগুলির মধ্যে অনেকেই পাকিস্তানের সবকিছু রেখে এখানে এসেছেন বলে দাবি করেছেন। এদিন সন্ধ্যায় আটারি-ওয়াঘা সীমান্তে এই হিন্দু পরিবারগুলিকে স্বাগত জানিয়ে মনজিন্দর সিং সিরসা বলেন, এখন এরা হরিদ্বার এবং অন্যান্য জায়গায় ঘুরে বেড়াবেন। এদিকে, তিনি তাদের ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *