উদয়পুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, পেঁচারথল ও বিশালগড়ে দূর্ঘটনায় হত দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, পেঁচারথল, বিশালগড়, ৩০ জানুয়ারি ৷৷ গোমতী জেলার মহারানীর ওয়ারেংবাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম রতন কর্মকার৷ বাড়ি অমরপুরে৷ পেশায় বাইসাইকেল মেকার৷ জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে খবর আসে মহারানীর ওয়ারেংবাড়ির রাস্তার পাশে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে৷ খবর পেয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে যায়৷ সেখান থেকে মধ্যবয়স্কা ওই ব্যক্তির দেহ উদ্ধার করে তারা গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ কিভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ রাধা কিশোরপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷


এদিকে, সরস্বতী পুজোর দিনে আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের৷ ঘটনা পেঁচারথলে৷ ঘটনার বিবরণে জানা যায় কুমারঘাট, পানিসাগর ও পেঁচারথলে জাতীয় সড়কে কাজ করছে আরকেএস নামক একটি নির্মাণ সংস্থা৷ এই সংস্থাটির বহির্রাজ্য এর জেএইচ ০১সিএন- ৭১১১ নম্বরের একটি ঢালাই মশলা তৈরির মিলার মিকচার লরি বুধবার সকালে পানিসাগর থেকে পেঁচারথলের দিকে রওয়ানা হয়৷ পেঁচারথলের লক্ষণ ছলাতে গিয়ে লরিটি রাস্তার বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পার্শ্ববর্তী গভীর খাদে পতিত হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির সহ চালক শ্যাম কুমারের৷ গুরুতর আহত হন চালক জিতেন্দ্র কুমার৷ এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে নির্মাণ সংস্থার আধিকারিকরা৷

তারা্য ঘটনার সত্যতা স্বীকার করেন৷
অন্যদিকে, রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল ইসু মিঞা (৭০) নামের এক বৃদ্ধের৷ ঘটনা বুধবার বিকেল চারটা নাগাদ বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়৷ বিশালগড় রেলস্টেশন থেকে কিছুটা দূরেই এই ঘটনা৷ জানা গেছে, তিনি কানে কম শুনতে পেতেন৷ তাই রেলের ইঞ্জিনটি হরন বাজাতে থাকলেও উনি শুনতে পাননি৷ এই রেলের ইঞ্জিনিটি দক্ষিণ দিক থেকে আসছিল৷ মৃত ব্যক্তির বাড়িও এই এলাকাতেই৷ ঘটনার খবরে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *