নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ রাজ্যে ফের উগ্রপন্থী গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে৷ গন্ডাছড়া মহকুমায় এনএলএফটি গোষ্ঠীর সশস্ত্র জঙ্গীরা ফের মাথাচাড়া দিয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, গত ২৫ জানুয়ারি গন্ডাছড়া মহকুমার রাণীপুকুর গ্রামের কয়েকজন মৎসজীবীকে সাতভাই গ্রাম এলাকায় সশস্ত্র এনএলএফটি বৈরী সদস্যরা ভয়ভীতি প্রদর্শন করেছে৷
জানা গিয়েছে, ওইদিন কাকভোরে বাঙালী সম্প্রদায়ের কয়েকজন মৎস্যজীবী ডুম্বুরে মাছ ধরতে গিয়েছিলেন৷ তাঁরা রাণীপুকুর গ্রামের বাসিন্দা৷ কিন্তু, সেদিন তাঁরা মাছ ধরতে পারেননি৷ খালি হাতে বাড়ি ফেরার সময় সাতভাই গ্রাম এলাকায় প্রায় সতেরজন এনএনএলএফটি বৈরী দলের সদস্য তাঁদের পথ আটকে ভয়ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ৷ ওই মৎস্যজীবীদের বক্তব্য, এনএলএফটি বৈরী দলের সদস্যদের কাছে একে-৪৭ সহ অত্যাধুনিক আগ্ণেয়াস্ত্র ছিল৷
একই দিনে চাকমা সম্প্রদায়ের কয়েকজন মৎস্যজীবীর সাথেও একই ঘটনা ঘটেছে৷ তাঁরাও এনএলএফটি বৈরীদের হুমকির মুখে পড়েছিলেন৷ অবশ্য, এনএলএফটি বৈরীরা কোন ক্ষতি করেনি ঠিকই, তবে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে৷ সূত্রের খবর, রইস্যাবাড়ি এবং যতনবাড়ি এলাকা দিয়ে নদীপথে বাংলাদেশের চাপলিং ছড়া থেকে এই জঙ্গী দলটি অনুপ্রবেশ করেছে রাজ্যে৷