নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির দায়ে চানাচুর বিক্রেতা এক ব্যক্তিকে গারদে পুড়ল পুলিশ৷ অভিযুক্তের নাম কৃষ্ণ সাহা৷ তার বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় পকসো ধারায় মামলা গৃহীত হয়েছে৷ সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে৷
রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্রে মহারাণী তুলসীবতী সুকলের সামনে নাতনীসম তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছে চানাচুর ওয়ালা বৃদ্ধ৷ অভিযুক্তের নাম কৃষ্ণ সাহা৷ বাড়ি প্রতাপগড় এলাকায়৷ শিশুটি যখন সুকল ছুটির পর অটো ওয়ালার জন্য সুকল গেইটের সামনে চানাচুর ওয়ালার দোকানের সামনে অপেক্ষা করত তখনই পরপর বেশ কয়েকদিন শিশুটির শ্লীলতাহানি করে ওই বৃদ্ধ চানাচুর ওয়ালা৷ বিষয়টি কাউকে জানালে বিপদ হবে বলে ভয় দেখাত৷ সে কারণে কয়েকদিন ধরে শিশুটি সুকলে আসছিল না৷
সুকলে না আসায় তার মা চাপাচাপি করলে মায়ের কাছে সে ঘটনাটি বলে৷ শনিবার সকালে শিশুটির মা, মামা সহ অন্যান্য কয়েকজন মিলে সুকলের সামনে আসেন৷ চানাচুর ওয়ালাকে আটকে রেখে সুকলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানান৷ চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো বিচলিত হয়ে উঠেন সুকল কর্তৃপক্ষও৷ তিনি সুকল গেইটে এসে চানাচুর য়ালাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা অস্বীকার করার চেষ্টা করে৷
বিষয়টি পূর্ব মহিলা থানায় পুলিশ ও শিশু কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়৷ পুলিশ এবং শিশু কমিশনের চেয়ারপার্সনও সেখানে ছুটে যান৷ শিশু কমিশনের চেয়ারপার্সন শিশু ও তার অভিভাবকের সঙ্গে ঘটনার সত্যতা সম্পর্কে অবহিত হন৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ রাজধানীর প্রাণকেন্দ্রে শিশু ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷