ভোটাররা দেশের গর্ব : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) : জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ভারতের গণতান্ত্রিক সাফল্য তুলে ধরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গণতন্ত্র, নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটাররাই দেশের গর্ব বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।

শনিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, আমাদের গণতন্ত্র, নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটাররাই আমাদের গর্ব। ভোটারদের অংশগ্রহণে ফলেই গণতন্ত্র শক্তিশালী হয়ে উঠেছে। নিজের ইউরোপ সফরের অভিজ্ঞতা তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, ভারতের গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ায় ইউরোপের সুইজারল্যান্ড, আইসল্যাণ্ড সহ একাধিক দেশ প্রভাবিত হয়েছে। সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রের প্রতি আস্থাকে আরও বেশি শক্তিশালী করেছে দেশবাসী। কিন্তু এখনও কিছু মানুষ রয়েছে যারা এর গুরুত্ব বোঝে না, তাই ভোট দিতে যায় না। বিশ্বের ইতিহাসে গণতন্ত্রকে নিয়ে পরীক্ষায় নিরিক্ষায় ভারতের সাফল্যের উৎস হচ্ছে দেশের ভোটাররা।

উল্লেখ করা যেতে পারে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার অশোক লাভাসা, সুনীল চন্দ্র, কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।