হাফলং (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এবার ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) নামের জঙ্গি সংগঠন শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং জেলা বনধ-এর ডাক দিয়েছে। এছাড়া আগামীকাল ২৫ জানুয়ারির দিনকে ডিমাসা শহিদ দিবস পালন করার আহ্বান জানিয়েছে জঙ্গি সংগঠনটি।
জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির প্রচারসচিব রিংসমাই ডিমাসা এক প্রেস বিবৃতি জারি করে বলেছেন, ২০১৮ সালের ২৫ জানুয়ারি মাইবাং রেলওয়ে স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আন্দোলনকারী প্রবান্ত হাকমকসা ও মিঠুন ডিব্রাগেডে নামের দুই যুবক। নাগা শান্তি চুক্তিতে ডিমা হাসাও জেলার ভূমি বৃহত্তর নাগালিমে অন্তর্ভুক্ত হচ্ছে বলে প্রকাশিত এক খবরে ২০১৮ সালের ২৫ জানুয়ারির দিনটি অভিশপ্ত হয়ে উঠেছিল। তাই ২৫ জানুয়ারি শনিবার ২৪ ঘণ্টার বনধ-এর ডাক দিয়েছে জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল আর্মি।
সংগঠনটির প্রচার সচিব রিংসমাই তার প্রেস বিবৃতিতে আগামী ২৫ জানুয়ারির দিনটি শহিদ দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়ে এদিন ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং জেলা বনধ পালন করার ডাক দিয়েছেন। পাশাপাশি জঙ্গি সংগঠনটির প্রচার সচিব বিবৃতিতে উল্লেখ করেন, ডিমা হাসাও জেলা কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়। এই অবস্থায় ডিমা হাসাও জেলায় ডিটেনশন সেন্টার তৈরি করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এর তীব্র বিরোধিতা করছে জঙ্গি সংগঠনটি। রিংসমাই ডিমাসার মতে, ডিটেনশন সেন্টারের বদলে ডিমা হাসাও জেলায় আরও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা জরুরি।
তাছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর তীব্র বিরোধিতা করে জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে প্রেস বিবৃতিতে রিংসমাই ডিমাসা উল্লেখ করেন, ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ প্রবর্তনেরও তীব্র বিরোধিতা করেন তারা। পঞ্চায়েতরাজ পাহাড়ি জেলায় প্রবর্তন হলে উপজাতি জনগোষ্ঠীর মানুষের অস্তিত্ব সংকটে পড়বে বলে উল্লেখ করেন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির প্রচার সচিব রিংসমাই ডিমাসা।
তবে ২৫ জানুয়ারি জঙ্গি সংগঠনটির ডাকা ২৪ ঘণ্টার বনধ-এর আওতার বাইরে রাখা হয়েছে বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য, পানীয় জল ও দুধ পরিষেবা।