ঢাকা, ২৫ জানুয়ারি (হি.স.): ভারতে অনুপ্রবেশ করে গোরু আনতে গিয়ে গুলি খেয়ে কেউ নিহত হলে সরকার তার কোনও দায়িত্ব নেবে না। শনিবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার | শনিবার রাজশাহীতে দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত ২২ জানুয়ারি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সংসদীয় এলাকার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশির মৃত্যু হন। বিএসএফের অভিযোগ, এই তিন অনুপ্রবেশকারী গোরু পাচারে জড়িত। পরে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে বিএসএফের আলোচনায় নিহতদের দেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শনিবার রাজশাহীতে দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই বিষয়টি নিয়েই মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘আসলে আমাদের চরিত্র ভালো না হলে পরের দোষ দিয়ে লাভ নাই।’ অনুপ্রবেশ সংক্রান্ত প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গোরু আনতে গিয়ে গুলি খেয়ে মারা যায়, তার দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না। মন্ত্রী সাধন চন্দ্র আরও বলেন, যে দুই বাংলাদেশি ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।