মহারাষ্ট্র : থাণে শহরে মোটরবাইক-ট্রাকের সংঘর্ষ, মৃত্যু দু’জন যুবকের

থাণে (মহারাষ্ট্র), ২৪ জানুয়ারি (হি.স.): বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, আবারও তা প্রমাণিত হল| মহারাষ্ট্রের থাণে শহরে মোটরবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন যুবক| বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে থাণে শহরের নৌপাড়া থানার অন্তর্গত তীন হাথ নাকা জংশনে| নিহত দু’জন যুবকের নাম-প্রতীক অবিনাশ (২৩) এবং প্রশান্ত ঘাটগে (২২)| প্রতীক ও প্রশান্তের বাড়ি মুলুন্দে| ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ|

শুক্রবার সকালে নৌপাড়া থানার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ থাণে শহরের নৌপাড়া থানার অন্তর্গত তীন হাথ নাকা জংশনে মোটরবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| মোটরবাইক চালাচ্ছিলেন প্রতীক, পিছনে বসেছিলেন প্রশান্ত| থাণে মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর দুর্যোগ ব্যবস্থাপনা সেল-এর প্রধান সন্তোষ কদম জানিয়েছেন, মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীকের| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় প্রশান্তের| ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে| ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মোটর ভেহিকেলস আইনে মামলা রুজু করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *