বাঙালীরাও ত্রিপুরার ভূমিপুত্র, নাগরিক সুরক্ষা মঞ্চের দেশপ্রেম দিবসের সমাবেশে সুর চড়ল

আগরতলা, ২৩ জানুয়ারি (হি.স.) : জনজাতিদের পাশাপাশি ত্রিপুরায় বাঙালীদেরও সমান অধিকার রয়েছে৷ তাঁরাও এই রাজ্যের ভূমিপুত্র৷ তাদের উপর হামলা বরদাস্ত করা হবে না৷ আজ, কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে দেশপ্রেম দিবসের  সমাবেশে এইভাবেই হুঙ্কার দিলেন সারা বাঙালী ছাত্র যুবসংস্থার সর্বভারতীয় সভাপতি চন্দন চ্যাটার্জি৷ তাঁর কথায়, কাঞ্চনপুরে বাঙালীদের উপর রিয়াংদের আক্রমণ কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তিনি সুর চড়িয়ে বলেন, জনজাতিদের পাশাপাশি বাঙালীদেরও সমভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷

এদিন, নাগরিকত সুরক্ষা মঞ্চ দেশপ্রেম দিবসের সমাবেশে ১১ দফা দাবি নিয়ে জোর সওয়াল করেছে৷ এদিনের সমাবেশে পুনরায় রিয়াংদের মিজোরামে ফেরত পাঠানোর আওয়াজ উঠেছে৷ পাশাপাশি, বাঙালীদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে নাগরিক সুরক্ষা মঞ্চ৷

এদিন চন্দনবাবু বলেন, ত্রিপুরায় জনজাতিদের পাশাপাশি বাঙালীরাও আদি অনন্তকাল ধরে বসবাস করছেন৷ স্বাধীনতার পরবর্তী সময়ে দেশভাগের কারণে বাঙালীরা যে বিড়ম্বনার শিকার হয়েছিলেন তার ক্ষতিপূরণ এখনও হয়নি৷ তিনি বলেন, অধুনা পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ থেকে বহু বাঙালী ত্রিপুরায় এসেছেন৷ কিন্তু, তাদের শিকড় ত্রিপুরারই, তা অস্বীকার করার কোন সুযোগ নেই৷ তাঁর দাবি, ইতিহাসে স্পষ্ট প্রমাণ রয়েছে বাঙালীরা ত্রিপুরার ভূমিপুত্র৷ তাই, তাদের সাথে বিমাতৃসুলভ আচরণ মেনে নেওয়া যায় না৷

তিনি ক্ষোভের সুরে বলেন, কাঞ্চনপুরে বাঙালীরা রিয়াংদের হাতে নিগৃহীত হয়েছেন৷ হামলার মুখে ঘর ছেড়ে পালিয়েছেন৷ অথচ, তাদের দিকে কারোর করুণার দৃষ্টি পড়ছে না৷ তাঁর দাবি, কাঞ্চনপুরে রিয়াংদের হাতে আক্রান্ত বাঙালীদের ক্ষতিপূরণ দিতে হবে৷ শুধু তাই নয়, সমস্ত বাঙালীদের অধিকার সুনিশ্চিত করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *