নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লি গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| বৃহস্পতিবার রাতেই মুকেশের আর্জি খারিজ করার সুপারিশ করে রাষ্ট্রপতিকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| এরপর শুক্রবার মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি| গত ৭ জানুয়ারি দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট চার আসামীর মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে আসামীদের ফাঁসি কার্যকর করতে হবে| তারপর সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানায় বিনয় শর্মা ও মুকেশ| শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় রায় সংশোধনের আর্জি|
তারপর প্রাণভিক্ষার আবেদন জানায় মুকেশ সিং| একইসঙ্গে দিল্লি হাইকোর্টে মৃত্যু পরোয়ানা খারিজের আবেদনও করে মুকেশ| মুকেশের আইনজীবীর বক্তব্য ছিল, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করতে পারেন| তাই ২২ জানুয়ারি মৃত্যু পরোয়ানা রদ করা হোক| আবার দিল্লি সরকার আদালতে জানায়, সমস্ত আইনি বিকল্প শেষ হওয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয়| তাই ২২ জানুয়ারি মৃত্যু পরোয়ানা কার্যকর করা সম্ভব নয়| সেই যুক্তি অবশ্য হাইকোর্ট শোনেনি| এবার মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| নির্ভয়া গণধর্ষণ মামলায় মুকেশ ছাড়া আর কেউ প্রাণভিক্ষার আবেদন জানায়নি|