আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ইতিপূর্বে সিট চারজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছিল। সিবিআই-এর চার্জশিটে আরও একজনের নাম যুক্ত হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ নভেম্বর আরকে নগরে অবস্থিত টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়ন ক্যাম্পে নৃশংসভাবে খুন হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্তভৌমিক। ওই হত্যাকাণ্ডের তদন্তে তদানীন্তন রাজ্য সরকার ডিআইজি অরিন্দম নাথের নেতৃত্বে সিট গঠন করেছিল। এদিকে পুলিশ ওই হত্যাকাণ্ডে টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ডেন্ট তপন দেববর্মা, তার দেহরক্ষী নন্দকুমার রিয়াং, নায়েক সুবেদার অমিত দেববর্মা এবং রাইফেলম্যান ধর্মেন্দ্র সিং-কে গ্রেফতার করেছিল।
তদন্ত করে ওই চারজনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ১২০(বি) এবং অস্ত্র আইনের ২৭(২) ধারায় আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিট। পশ্চিম জেলা ও দায়রা আদালতে ওই হত্যা মামলায় শুনানিও শুরু হয়েছিল। কিন্তু, ত্রিপুরায় সরকার বদল হওয়ার পর বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিশ্রুতি মোতাবেক সাংবাদিক হত্যা মামলায় তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেয়। মামলা হাতে নিয়ে সিবিআই তদন্ত শুরু করে।
সিবিআই তদন্তে সুদীপ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নে ওই সময় কর্মরত অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট স্বরূপানন্দ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যাকাণ্ডে সমস্ত তদন্ত প্রক্রিয়া সমাপ্ত করে সিবিআই পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ১২০(বি) এবং অস্ত্র আইনের ২৭(২) ধারায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে।
প্রসঙ্গত, টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মা, তার দেহরক্ষী নন্দ কুমার রিয়াং এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট স্বরূপানন্দ বিশ্বাস বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। বাকি দুই অভিযুক্ত ধর্মেন্দ্র সিং এবং অমিত দেববর্মা জামিন পেয়েছে।