পশ্চিম থানার লকআপে সন্দেহভাজন অপরাধীর অস্বাভাবিক মৃত্যুর ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু

আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : পশ্চিম আগরতলা থানার লকআপে এটিএম হ্যাকের সাথে জড়িত সন্দেহে ধৃত ব্যক্তির মৃত্যু সংক্রান্ত ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্ত আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে৷ এই মামলার তদন্ত করছেন খোদ পশ্চিম জেলার জেলাশাসক সন্দীপ এন মাহাত্মে৷ তিনি আজ পশ্চিম আগরতলা থানা পরিদর্শন করেছেন৷ থানার ওসি সুব্রত চক্রবর্তীর সাথে প্রষ়োজনীয় বিষয়ে কথা বলেছেন তিনি৷

এদিন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক জানিয়েছেন, থানার লকআপে এটিএম হ্যাকের সাথে জড়িত সন্দেহে ধৃত সুশান্ত ঘোষের মৃত্যুর ঘটনায় আজ থেকে ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই তদন্তের নির্দেশ দিয়েছিলেন৷ সেই মোতাবেক আগামী ২৪ জানুয়ারি ঘটনার সঙ্গে জড়িত সাক্ষীদের বয়ান রেকর্ড করা হবে৷ সন্দীপ এন মাহাত্মে জানিয়েছেন, থানার লকআপে মৃত্যুর ঘটনায় যদি কেউ বক্তব্য পেশ করতে চান তা-হলে ওই দিন জেলাশাসকের কার্যালয়ের কোর্টরুমে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি তার বক্তব্য আমাদের জানাতে পারবেন৷ তিনি বলেন, ওইদিন যাঁরা সুশান্ত ঘোষের মৃত্যু নিয়ে বক্তব্য পেশ করবেন তাঁদের পরিচিতি গোপন রাখা হবে৷

এদিকে ওই মৃত্যুর ঘটনায় সমস্ত তথ্য ও প্রমাণ আজ থেকেই সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক৷ তিনি বলেন, সমস্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ হওয়ার পর রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করা হবে৷

প্রসঙ্গত, গত শনিবার রাতে পশ্চিম আগরতলা থানায় লঙ্কামুড়ার বাসিন্দা সুশান্ত ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাকে ক্রাইম ব্রাঞ্চ এটিএম হ্যাক-এর সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করেছিল। মৃতের পরিবার তাকে খুন করা হয়েছে বলে মামলা করেছে। ওই মামলায় ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে।