শ্রীনগর, ১৬ জানুয়ারি (হি.স.) : জঙ্গি দমনে বড়সড় সাফল্য জম্মু ও কাশ্মীর পুলিশের। শ্রীনগর থেকে পাঁচ জৈশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুইটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে বড়সড় হামলা চালানোর ছক কষেছিল ওই পাঁচ জঙ্গি।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রসঙ্গে সেন্ট্রাল কাশ্মীর পুলিশের ডিআইজি ভি কে বীরদি জানিয়েছেন, যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, তা থেকে স্পষ্ট বড় ধরণের নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। ধৃত জঙ্গিদের নাম হল এজাজ আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ আহমেদ, সাহিল ফারুক গুজারি, নাসির আহমেদ মীর। ধৃতরা প্রত্যেকেই হজরতবালের বাসিন্দা।
অন্যদিকে এদিন পুলিশের তরফে জানানো হয়েছে পুলওয়ামা জেলার অবন্তীপোরায় এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে আটক গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গির নাম ঈশফাক আহমেদ দার।