ইসলামাবাদ, ১৪ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত| ঠাণ্ডার কামড় সর্বাধিক পাকিস্তানের আজাদ কাশ্মীরে| বিগত ২৪ ঘন্টায় শুধুমাত্র আজাদ কাশ্মীরেই মৃত্যু হয়েছে ৫৫ জনের| তাঁদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে নীলম উপত্যকায় বরফের নীচে চাপা পড়ে| নিখোঁজ আরও ১০ জন| উদ্ধার করা সম্ভব হয়েছে ৪ জনকে| খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক দুর্যোগ ব্যাবস্থাপনা প্রধান আহমেদ রাজা কাদরি জানিয়েছেন, পাক সেনাবাহিনীর তত্পরতায় চলছে উদ্ধারকাজ| কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে| আহতদের পাক সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে|
পাকিস্তানের আজাদ কাশ্মীর ছাড়াও বালুচিস্তান প্রদেশ, পঞ্জাব প্রদেশ এবং সিন্ধু প্রদেশেও অনেকের মৃত্যু হয়েছে| সবমিলিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানে ঠাণ্ডা ও তুষারপাতের কারণে প্রাণ হারিয়েছেন ৭১ জন| প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইমরান জারকোন জানিয়েছেন, বিগত তিন দিনে বালুচিস্তান প্রদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে| প্রবল তুষারপাতের কারণে বাড়ির ছাদ ভেঙে এবং ঠাণ্ডায় ১৫ জনের মৃত্যু হয়েছে| পঞ্জাব প্রদেশে ২ জনের মৃত্যু হয়েছে|