কংগ্রেসের বিরুদ্ধে গণতান্ত্রিক সার্জিক্যাল স্ট্রাইকের ডাক বিজেপির

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): ক্রমাগত দেশবিরোধী অবস্থান নেওয়ার জন্য কংগ্রেসের বিরুদ্ধে গণতান্ত্রিক সার্জিক্যাল স্ট্রাইকের ডাক দিল বিজেপি। ভারতকে আক্রমণ আর পাকিস্তানকে রক্ষা করা কংগ্রেসের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এই কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শতাব্দী প্রাচীন দলটি বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার রাজধানী দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন, কংগ্রেস ক্রমাগত ভারত, ভারতীয় সেনাবাহিনী, গুপ্তচর বিভাগ, ভারতীয় সেনা জওয়ান এবং ভারত সরকারকে আক্রমণ করে চলেছে। সন্ত্রাসের মধ্যে ধর্মকে খোঁজা কংগ্রেসের কাজ। গেরুয়া সন্ত্রাসের অভিযোগ সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বারেবারে করে তুলেছে। রাহুল গান্ধী বলেছিলেন সিমি বা ইসলামিক সন্ত্রাসবাদ থেকে নয়। তিনি ভীত হিন্দু সন্ত্রাসবাদ নিয়ে। পাকিস্তানকে মদত জুগিয়ে চলেছে কংগ্রেস। ভারত বিরোধী পদক্ষেপ অবলম্বনের দীর্ঘ ইতিহাস রয়েছে কংগ্রেসের।

উল্লেখ করা যেতে পারে, গত শনিবার জঙ্গিযোগের অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি দাভিন্দ্র সিংকে সোপিয়ান থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি দুই হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গিকেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী একাধিক ট্যুইট করে লেখেন, দাভিন্দ্র সিং যদি দাভিন্দ্র খান হতো তবে আরএসএসের প্রতিক্রিয়া আরও বেশি জোরালো হতো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। অধীরের এহেন মন্তব্যের পরেই নিন্দায় সরব হন সম্বিত পাত্র। এদিন তিনি বলেন, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা জম্মু ও কাশ্মীরের ডিএসপিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কংগ্রেস ভারতের নিন্দায় মুখর হয় এবং পাকিস্তানকে রক্ষা করে চলেছে। এমনকি নরেন্দ্র মোদীকে হিন্দু জিহন্নাও বলেছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *