সংবিধানকে অবহেলা করা হচ্ছে, বিরোধীদের বৈঠকে কেন্দ্রকে আক্রমণ সোনিয়ার

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : সংবিধানকে অবহেলা করা হচ্ছে । প্রশাসনিক কাঠামোর অপব্যবহার করা হচ্ছে। দিল্লিতে বিরোধীদের বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে একথা বলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ।

 সিএএ-র বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ এবং আগামী পদক্ষেপ নিয়ে সোমবার দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । এই বৈঠক শেষে তিনি বলেন, ‘দেশে যা হচ্ছে, তা নিয়ে নিজেদের মত বিনিময় করার জন্য এই বৈঠক। কেন্দ্রীয় সরকার নিপীড়ন আর শোষণের নীতি নিয়েছে। মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। বিভাজন ঘটাচ্ছে। গোটা দেশে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছে।’

সংবিধানকে অবহেলা করা হচ্ছে বলেও তোপ দাগেন সনিয়া। বলেন, ‘প্রশাসনিক কাঠামোর অপব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন। তাঁরা পরস্পরবিরোধী মন্তব্য করছেন এবং উস্কানি দিচ্ছেন। উত্তরপ্রদেশে আমজনতাকে হেনস্থা করা হচ্ছে।’ ছাত্র ও যুবসমাজকে নিশানা করা হচ্ছে বলেও আক্রমণ করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী। তিনি বলেন, ‘দেশজুড়ে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ চলছে। অসমে জাতীয় নাগরিকপঞ্জি ব্যুমেরাং হয়ে গিয়েছে। এবার কয়েকমাসের মধ্যে এনপিআর শুরুর চিন্তাভাবনা চলছে। তবে অর্থনীতিতে ধস, উন্নয়নের ভাঁটা বা শিল্পে মন্দা নিয়ে কোনও আলোচনা নেই। দেশের মূল সমস্যাগুলো থেকে সকলের দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে মিলিতভাবে লড়াই করতে হবে।’

উল্লেখ্য, বৈঠকের লক্ষ্য ছিল সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ করা। সনিয়া গান্ধীর ডাকা সেই বৈঠকে অনৈক্যের ছবিটাই যেন অনেকটা স্পষ্ট হয়ে গেল। এদিনের বৈঠকে গরহাজির রইল একাধিক মোদী বিরোধী দল | কেন্দ্র সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় রণকৌশল স্থির করতে দিল্লিতে ডাকা এই বৈঠকে অনুপস্থিতদের মধ্যে প্রধান দুই মুখ হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতী। এর পাশাপাশি সোমবারের বৈঠকে ছিল না অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, এম কে স্ট্যালিনের ডিএমকে ও উদ্ধব ঠাকরের শিবসেনা।