নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : চিন এবং পাকিস্তান সীমান্তকে যে সমান গুরুত্ব দেওয়া হবে। শনিবার রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তা মনে করিয়ে দিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
এদিন সেনাপ্রধান জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নজরদারি চালিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুল্যায়ন করা সুরক্ষার ক্ষেত্রে উন্নতি সাধন করা হচ্ছে । একটা সময় ছিল দেশের পশ্চিম সীমান্তে বেশি গুরুত্ব দেওয়া হত। কিন্তু এখন সময় হয়েছে পশ্চিম এবং উত্তর সীমান্তকে সমান গুরুত্ব দেওয়ার । পুনরায় ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।
দেশের দুই সীমান্তে যুদ্ধ লাগল সেনাবাহিনী লক্ষ্য কি হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে সীমান্তে বিপদ সব থেকে বেশি সেখানে বেশি সামরিক বাহিনী মোতায়েন করা হবে।