শ্রীনগরে ফের সন্ত্রাসী হামলা, গ্রেনেড ফেটে আহত দু’জন

শ্রীনগর, ৮ জানুয়ারি (হি.স.): ফের সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে| বুধবার শ্রীনগরের হাবক চক এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা| সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে ছোড়া গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়| কিন্তু, গ্রেনেড ফেটে আহত হয়েছেন দু’জন সাধারণ নাগরিক| গ্রেনেড ছোড়ার পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী|

পুলিশ ও সিআরপিএফ সূত্রের খবর, বুধবার দুপুরে শ্রীনগরের হাবক চক এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা| কাশ্মীর বিশ্বিবিদ্যালয়ের ভিতর থেকে ছোড়া হয় গ্রেনেডটি| গ্রেনেড ফেটে আহত হয়েছেন দু’জন সাধারণ নাগরিক| গ্রেনেড ছোড়ার পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার শ্রীনগরে গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা| কিছুদিন আগেই শ্রীনগরের কাওদারায় গ্রেনেড ফেটে আহত হয়েছিল ১৬ বছর বয়সি একটি বালক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *