বৃষ্টির সৌজন্যে ঠাণ্ডা বাড়ল রাজধানীতে, বায়ুদূষণ থেকেও স্বস্তি

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ফের অসময়ের বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি| মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হয়েছে দিল্লি-এনসিআর জুড়ে| বৃষ্টির সৌজন্যে ঠাণ্ডার কামড় বাড়ল দিল্লিতে| একইসঙ্গে বায়ুদূষণ থেকেও স্বস্তি পেয়েছেন রাজধানীর মানুষজ| বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস| যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি| বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ১০০ শতাংশ|

আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির সফদরজঙে বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার, পালমে ৫.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, লোধি রোড এবং আয়া নগরে যথাক্রমে ১০ মিলিমিটার এবং ৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| দূষণ-দাপট থেকেও সাময়িক স্বস্তি দিল অসমেয়র বৃষ্টি| জানুয়ারি মাসের বৃষ্টির সৌজন্যে এদিন দূষণের মাত্রা অনেকটাই কম ছিল| খারাপ আবহাওয়া কারণে এদিন বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা| রেল সূত্রের খবর, বুধবার খারাপ আবহাওয়ার কারণে গন্তব্যে দেরিতে পেঁৗছেছে উত্তরভারতগামী ১৬টি ট্রেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *