বেগুসরাই(বিহার), ২ জানুয়ারি (হি.স.) : স্কুল পড়ুয়াদের গীতা পড়ানো হোক বলে দাবি তুললেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা গিরিরাজ সিং। এতে ঐতিহ্যের মূল্যবোধ প্রতিটি পড়ুয়াদের মধ্যে বিকশিত হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি বিদেশে গিয়ে ভারতীয় পড়ুয়াদের গোমাংস খাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার রাতে বিহারের বেগুসরাইতে এক সভায় বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং স্কুলপাঠ্যে ভগবত গীতার অন্তর্ভুক্তর পক্ষে সওয়াল করে জানিয়েছেন, ভগবত গীতা স্কুলগুলিতে পড়ানো উচিত। বর্তমানে শিশুদের মিশনারি স্কুলে পাঠানো হচ্ছে। তারপর আইআইটি থেকে বেরিয়ে ইঞ্জিনিয়র, কালেকটর, পুলিশ সুপার হচ্ছে আবার কেউ বিদেশে যাচ্ছে। বিদেশে গিয়ে তারা গোমাংস ভক্ষণ করছে। কারণ তারা ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ জানে না। সংস্কৃতি রক্ষা করলেই যে ভারতের রক্ষা তা মনে করিয়ে দিয়ে গীতা পাঠের উপর জোর দিয়েছেন তিনি।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘কয়েকটি বাড়িতে সমীক্ষা চালিয়ে দেখেছি যে মাত্র ১৫টি বাড়িতে রয়েছে হনুমান চালিশা, মাত্র তিনটি বাড়িতে গীতা এবং রামায়ণ পাওয়া গিয়েছে। সেই কারণে আমাদের শিশুরা পারম্পরিক জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে।’ উল্লেখ করা যেতে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গীতা পাঠের উপর গুরুত্ব দিয়েছেন।