নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি : জিরানীয়ার মাধববাড়ির কলাবাগানে যান দুর্ঘটনায় মৃত এক৷ গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন আরো এক৷ মৃত যুবকের নাম সুমন দেববর্মা৷ রাস্তার পাশে বিকল হয়ে দাড়িয়ে থাকা টিআর-০১-আর- ১৫২১ নম্বরের বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় টিআর ০৬-বি৭৬০৬ নম্বারের বাইকের৷
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সুমন দেববর্মার৷ গুরুতর আহত অবস্থায় জিবিতে নিয়ে যাওয়া হয় খোয়াই নিবাসী বাইকের মালিককে৷ বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে জিরানীয়ার মাধববাড়ির কলাবাগান এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷
উড়াল পুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ গাড়ি দুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ উড়ালপুল দিয়ে দ্রুতবেগে চলার সময় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ চালকদের অসাবধনতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷