দেশের বনাঞ্চলের আয়তন বৃদ্ধি হয়েছে, দাবি পরিবেশমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : বিগত চার বছরে দেশের বনাঞ্চলের আয়তন বৃদ্ধি পেয়েছে ১৩ হাজার বর্গ কিলোমিটার বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর।
এদিন প্রকাশ জাভরেকর ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ২০১৯-এর রিপোর্ট তুলে ধরে বলেন, বনাঞ্চলের বৃদ্ধিতে সব থেকে বেশি অবদান রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরল, উত্তরাখন্ড, জম্মু ও কাশ্মীর এবং হিমাচলপ্রদেশ। পাশাপাশি দেশের উত্তরপূর্ব রাজ্যগুলিতে বনাঞ্চলের আয়তন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

কেন্দ্রীয়মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতি অভিন্ন অঙ্গ হচ্ছে বন। সমাজের মধ্যেই বনাঞ্চলকে বাঁচিয়ে রাখার উদাহরণ রয়েছে। বিশনই সম্প্রদায়ের মানুষেরা বন রক্ষার জন্য সর্বদা সজাগ। পাহাড়ি অঞ্চলে পরম্পরা রয়েছে যে নিজের ঈশ্বরের জন্য একটি বন তৈরি করা। রিপোর্টের উল্লেখ করে তিনি জানিয়েছেন, গোটা বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানে ঘন, কমঘন, মাঝারি জঙ্গলের এক সঙ্গে বৃদ্ধি হয়েছে। জন সচেতনতার ফলে উপকূলবর্তী এবং পাহাড়ি অঞ্চলে জঙ্গলের আয়তনের বৃদ্ধি ঘটেছে। বাঁশবাগানের বৃদ্ধি নিয়ে খুশি কেন্দ্রীয়মন্ত্রী এর কৃতত্ব কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাকেই দিয়েছে।
প্যারিস পরিবেশ চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি জানিয়েছেন, ভারত ২৫০ কোটি টন কার্বন নিঃসরণের লক্ষ্য রেখেছিল। সেই লক্ষ্যে ২৫ শতাংশ কাজ পূরণ হয়েছে।