নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ উদয়পুরের শালগড়ার বাবুল চৌমুহনিতে শুক্রবার রাতে বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে৷ আহতদের উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতরা হল একই পরিবারের বাবুল সরকার, হারাধন সরকার ও প্রসেনজিৎ সরকার৷

অপর এক পরিবারের আহত তিনজন হল সুকুমার সরকার, স্ত্রী ভালু সরকার ও পুত্র জন সরকার৷ ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ আহতদের খোঁজখবর নিতে গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী সহ পঞ্চায়েত সদস্যরা হাসপাতালে যান৷ আলোচনার মাধ্যমে ঘটনার মীমাংশার উদ্যোগ নেওয়া হয়েছে৷

