নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করায় বিএসপি বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২৯ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)কে সমর্থন করায় দল থেকে বহিষ্কার করা হল বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)বিধায়ককে | সিএএ-কে সমর্থন করায় মধ্যপ্রদেশের পাথারিয়ার বিধায়ক রামাবাই পরিহারকে দল থেকে বহিষ্কার করলেন দলের সুপ্রিমো মায়াবতী | রবিবার টুইট করে জানিয়েছেন স্বয়ং বিএসপি সুপ্রিমো।

প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিরোধিতা করেছে এসেছেন সমাজবাদী পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী ও তাঁর দল | কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে এই আইনকে সমর্থন জানিয়েছেন মধ্যপ্রদেশের পাথারিয়ার বিধায়ক রামাবাই পরিহার |যার মূল্য দিতে হল ওই বিধায়ককে | দল থেকে তাঁকে বহিষ্কার করেছেন মায়াবতী । রবিবার টুইট করে জানিয়েছেন স্বয়ং বিএসপি সুপ্রিমো। আইন টুইট করে মায়াবতী জানিয়েছেন, ‘বিএসপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। সাংসদ বা বিধায়ক যিনি সেই শৃঙ্খলা ভাঙার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’তাঁর আরও সংযোজন, ”সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করার জন্য বিএসপি বিধায়ক রামাবাই পরিহারকে বহিষ্কার করা হল। কোনও দলীয় কাজেও তিনি অংশ নিতে পারবেন না।”

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বার বার সরব হয়েছেন মায়াবতী | সিএএ-র বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন মায়াবতী। পাশাপাশি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন তিনি। শুধু তাই নয় এবিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি | শনিবার বিকেলে এক টুইটবার্তায় বিএসপি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী লিখেছেন, ক্ষমতায় থাকাকালীন ভারত বাঁচাও, সংবিধান বাঁচাওয়ের প্রয়োজন মনে করেনি কংগ্রেস। সেই সময় জনহিতের বিষয়ে অবহেলা করে গিয়েছে তারা। এর ফলে দলিত, মুসলমান এবং অনগ্রসর শ্রেণীর মানুষেরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সেই কারণেই এখন বিজেপি ক্ষমতায় রয়েছে। এই পরিস্থিতিতে সিএএ-কে সমর্থন করায় দলীয় বিধায়ককে বহিষ্কার করেন বিএসপি নেত্রী |