শান্তিরবাজারে রেলে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার ২৮ ডিসেম্বর৷৷ ফের রেলে কাটা পরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃত্যু দুর্ঘটনা, নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে৷


শনিবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার শান্তিকলোনি গাদ্দান এলাকায় রেল লাইনের উপর এক যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সম্ভবত সাব্রুম-আগরতলা প্যাসেঞ্জার ট্রেনের নীচে পড়ে যুবকটি কাটা পড়েছে৷ সঙ্গে সঙ্গে শান্তিরবাজার থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তিরবাজার হাসপাতালে পাঠিয়েছে৷


এ-বিষয়ে শান্তিরবাজার থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় মিলেনি৷ স্থানীয় জনগণও তাকে শনাক্ত করতে পারেননি৷ স্থানীয়দের বক্তব্য, ওই যুবক আশপাশের এলাকার নন৷ পুলিশের কথায়, মৃতদেহ এখন শান্তিরবাজার হাসপাতালের মর্গে রয়েছে৷ এদিকে ওই যুবকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নাকি রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ৷


প্রসঙ্গত, রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে ত্রিপুরায়৷ কখনও দুর্ঘটনায়, আবার কখনও রেলের নীচে ঝাঁপিয়ে আত্মহত্যা করছেন মানুষ৷ রেল লাইনে মৃত্যুর মিছিলকে আটকানোর কোনও উপায় খুঁজে পাচ্ছে না প্রশাসন৷