মোগাদিশু, ২৮ ডিসেম্বর (হি.স.) : সোমালিয়ার মোগাদিশুতে আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬। শহরের মেয়র ওমর ফিলিশ জানিয়েছেন আহত প্রায় ৯০। নিহতদের মধ্যে বেশির ভাগই বানাদির বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।
উল্লেখ করা যেতে পারে এর আগে স্থানীয় প্রশাসন এবং পুলিশের তরফে দাবি করা হয়েছিল ৩০জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে মনে করা হচ্ছে আল কায়দার সঙ্গে সম্পর্কিত আল শাবাব এই হামলা চালিয়েছে।
শহরের মেয়র ওমর ফিলিশ জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মোগাদিশুতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় শহর পশ্চিম দিকে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্ট গাড়িটিকে বাঁধা দেওয়ার চেষ্টা করে। তখন বিস্ফোরণটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা ঘন কালো ধোয়ায় ছেয়ে যায়।