ঢাকা, ২৫ ডিসেম্বর (হি.স.): ভারত থেকে কোনও নাগরিক বাংলাদেশে আসলে, তিনি যদি জন্মসূত্রে বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তাঁকে গ্রহণ করা হবে| অথবা ফেরত পাঠানো হবে| ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বুধবার এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন| বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন|
সেখানে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত থেকে কোনও নাগরিক বাংলাদেশে আসলে, তিনি যদি জন্মসূত্রে বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তাঁকে গ্রহণ করা হবে| অথবা ফেরত পাঠানো হবে| এই ধরনের উত্তর দিয়ে বাংলাদেশ সরকার আসলে কী পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করে জানালেন না বাংলাদেশের বিদেশমন্ত্রী|