চন্ডীগড়, ২৪ ডিসেম্বর (হি.স.): উদ্বাস্তুদের বদলে অনুপ্রবেশকারীদের সমর্থন করে চলেছে বিরোধী দলগুলি। বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে এমনই মন্তব্য করেছেন হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বরালা।
মঙ্গলবার চন্ডীগড় রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ বরালা জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) থেকে দেশের মুসলমানদের কোনও বিপদ নেই। কিন্তু, বিরোধীরা তাদের বিভ্রান্ত করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। সিএএ নিয়ে অপপ্রচারে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে হরিয়ানা জুড়ে এই আইনের পক্ষে অভিযান চালিয়ে জনগণকে সচেতন করবে বিজেপি। ২৬ ডিসেম্বর থেকে এই অভিযান শুরু হবে। এই কর্মসূচি অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলায়, ব্লকে সাংবাদিক সম্মেলন, সমাবেশ, মিছিলের আয়োজন করা হবে। দলের এই কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে সন্দীপ যোশী, গার্গী কক্কড়, মুকেশ গৌড়ের মতো নেতারা।