BRAKING NEWS

অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার দাবি এনসিপির

মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.) : সামনেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে মহারাষ্ট্রে। তার আগে অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার দাবিতে সোচ্চার হলেন এনসিপি নেতা নবাব মালিক।

মঙ্গলবার এনসিপি মুখপাত্র তথা বর্ষীয়ান নেতা নবাব মালিক জানিয়েছেন, মহারাষ্ট্রে শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। কে, কোন দায়িত্ব পাবেন, তা ঠিক করবেন মুখ্যমন্ত্রী। এনসিপি কর্মীদের ইচ্ছা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে বসুক অজিত পাওয়ার।

বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সীমিত সময়ের জন্য উপ-মুখ্যমন্ত্রী হয়েছিল অজিত পাওয়ার। কিন্তু বিজেপি সরকারের ক্ষমতাচ্যূত হওয়ার পরিস্থিতি তৈরি হতেই উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত পাওয়ার।

এদিন সিএএ ও এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে নবাব মালিক জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই আশ্বস্ত করে বলেছেন মহারাষ্ট্রে এনআরসি জারি হবে না। এমনকি কোনও ডিটেনশন ক্যাম্পও তৈরি করা হবে না। সিএএ সংবিধানের ১৪ নম্বর আর্টিকেলের পরিপন্থী। রাজনৈতিক স্বার্থের জন্য সমাজে বিভাজন করার চক্রান্ত।

ঝাড়খন্ডে বিজেপি পরাজয় সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ঝাড়খন্ডে খোদ মুখ্যমন্ত্রী এবং বিধানসভা অধ্যক্ষ হেরেছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঔদ্ধত্যের জবাব দিয়েছে ঝাড়খন্ডবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *