নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ রাজ্যে নেশা বিরোধী অভিযানের অন্তর্গত বাজেয়াপ্ত নেশা সামগ্রী ধবংস করার প্রক্রিয়া চলছে৷ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল এবং এসকফ গত দুই দিনে ধবংস করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ১১,৯৭২ বোতল ফেন্সিডিল ও ৩১৭৩ বোতল এসকফ এবং ৩৯,৭৪০টি ইয়াবা ট্যাবলেট ধবংস করা হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা৷

প্রসঙ্গত, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নেশা বিরোধী অভিযান জোর কদমে শুরু হয়েছে৷ তাতেও সাফল্যও মিলেছে৷ আজ বোধজং নগরে ফেন্সিডিল এবং এসকফ ধবংস করা হয়েছে৷ এ-বিষয়ে পুলিশ জানিয়েছে, গত ১০ অক্টোবর এডি নগর থানাধীন বাধারঘাটে একটি গুদামে পুলিশি অভিযানে ফেন্সিডিল ও এসকফ উদ্ধার হয়েছিল৷ ফেন্সিডিল ও এসকফ বিক্রি করা নিষিদ্ধ৷ পুলিশের কথায়, বাধারঘাটের ওই গুদাম থেকে ১১,৯৭২ বোতল ফেন্সিডিল এবং ৩১৭৩ বোতল এসকফ উদ্ধার হয়েছিল৷ আদালতের নির্দেশে এখন ওই নেশা সামগ্রী ধবংস করা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের নেশা সামগ্রী আজ ধবংস করা হয়েছে৷
এদিকে, গতকাল ইয়াবা ট্যাবলেট ধবংস করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, গত বছর ডিসেম্বরে সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন মতিনগর গ্রামে নেশা বিরোধী অভিযানে ৩৯,৭৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল৷ যার বাজারমূল্য প্রায় ২১ লক্ষ টাকা৷ পুলিশের কথায়, আদালতের নির্দেশেই ওই সমস্ত ইয়াবা ট্যাবলেট ধবংস করা হচ্ছে৷ আগামী দিনেও এধরণের প্রক্রিয়া জারি থাকবে বলে পুলিশ জানিয়েছে৷
নেশা সামগ্রী ধবংসে দায়িত্বপ্রাপ্ত জনৈক পুলিশ আধিকারিক বলেন, ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য রয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সর্বদাই নেশা মুক্ত ত্রিপুরা গঠনে অনুপ্রেরণা দিচ্ছেন৷

