নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ফের ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ৷ সাড়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷ তবে নেশাকারবারি বিএসএফ-এর চোখে ধুলো দিয়ে পালিয়েছে৷ এছাড়াও, বিভিন্ন ধরনের নিষিদ্ধ নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ যার বাজারমূল্য লক্ষাধিক টাকা৷

বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ ভার্মা জানিয়েছেন, ত্রিপুরায় ভারত-বাংলা সীমান্ত দিয়ে পাচারের সময় ১১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তিনি জানান, সিপাহিজলা জেলার দীপক এবং চান্দেরপুর বিওপি-র জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় পাচারকারীদের গতিবিধি টের পান৷ তখন তাঁরা পাচারকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন৷ কিন্তু বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়৷ তিনি জানান, বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে পাচারকারীদের ধরার চেষ্টা করলেও তাতে তারা ব্যর্থ হন৷ এর পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা৷ অরুণ ভার্মার কথায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা৷ তিনি জানান, ওই ইয়াবা ট্যাবলেটগুলি সোনামুড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷
এদিকে, একই এলাকায় টহল দেওয়ার সময় বিভিন্ন ধরনের নিষিদ্ধ নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ অরুণ ভার্মা জানিয়েছেন, ১,৩০,৭২০ টাকা মূল্যের নিষিদ্ধ নেশা সামগ্রী পাচারের সময় উদ্ধার হয়েছে৷ কিন্তু এক্ষেত্রেও পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তাঁর দাবি, সীমান্তে টহলদারি বেড়েছে৷ তাই, পাচারের সময় প্রচুর নেশা সামগ্রী, গবাদি পশু, বস্ত্র ইত্যাদি উদ্ধার হচ্ছে৷

