লখনউয়ে হিংসায় গ্রেফতার ২১৮, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ

লখনউ, ২১ ডিসেম্বর (হি.স.) : সিএএ বিরোধী হিংসাত্মক বিক্ষোভের জেরে ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠেছিল লখনউ। এখন পর্যন্ত এই ঘটনায় ২১৮কে গ্রেফতার করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

শনিবার লখনউয়ের এসএসপি কালানিধি নাথানি জানিয়েছেন, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লখনউতে পরিস্থিতি উত্তাল করে দিয়ে বহু দুষ্কৃতি শহর ছেড়ে পালিয়েছে। ওদিন সন্ধ্যা ৬টা ৩০মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষতা দেখিয়েছে পুলিশকর্মীরা। যে সকল ব্যক্তিরা হিংসা ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৯ ধারায় নোটিশ জারি করা হয়েছে। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের আহ্বান করে এসএসপি দাবি করেন যে শহরে শান্তি বজায় রাখার দাবি জনগণের কাছে করুক খ্যাতনামা ব্যক্তিত্বরা। সেদিন বিক্ষোভে পাঁচজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে শুক্রবার বাহরাইচে হিংসার ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ৩৮ জনকে। একশো জনকে চিহ্নিত করে এফআইআরে নাম নথিভুক্ত করা হয়েছে। বাহরাইচের এসএসপি গৌরব গ্রোভার জানিয়েছেন যে জেলাশাসক এবং তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।