নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর ৷৷ রাজ্যে আত্মপ্রকাশ করল আরও একটি মোটর শ্রমিক সংগঠন৷ বিএমএস’র স্বীকৃতিপ্রাপ্ত এই সংগঠনটির নাম ত্রিপুরা রাজ্য মোটর সংগ্রাম সমিতি৷ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিপ্লব কর, সভাপতি পদে মৃণাল কান্তি বণিক, সহ সভাপতি মানিক দে ও রাজেশ দেবনাথ৷

সম্পাদক দেবাশিস চৌধুরী, সহ সম্পাদক উজ্জ্বল দেব, কোষাধ্যক্ষ স্বপন সাহা৷ ৩৫ সদস্যক এই কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য মোটর সংগ্রাম সমিতির চেয়ারম্যান বিপ্লব কর সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি বলেন, প্রত্যেক রাজ্যেই মোটর ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে৷
এই সোসাইটি মোটর শ্রমিকদের স্বার্থে কাজ করে থাকে৷ রাজ্যেও অবিলম্বে মোটর ওয়েলফেয়ার সোসাইটি গঠন করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

