নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ কষেকদিনের ব্যবধানে আগরতলার ভট্টপুকুর এলাকায় ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আজ বৃহস্পতিবার ভোরে ভট্টপুকুর শুকতারা এলাকার স্থানীয় জনগণ প্রাতঃভ্রমণের সময় ওই মৃতদেহটি দেখতে পান৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷

কয়েকদিন আগেই ভট্টপুকুর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ আবারও মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ আজ ভোরে স্থানীয় জনগণ প্রাতঃভ্রমণে বেরিয়ে শুকতারা এলাকায় রাস্তার ধরে রক্তাক্ত মৃতদেহ দেখতে পান৷ মৃতদেহ দেখে তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন এডিনগর থানায়৷ খবর পেয়ে ছুটে এসে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷
পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, মৃতের ভাতিজা মৃতদেহটি শনাক্ত করেছেন৷ তাঁর নাম সুব্রত দাস৷ আগে এয়ারপোর্ট রোড এলাকায় থাকতেন তিনি৷ বেশ কিছুদিন ধরে বালুচর এলাকায় বসবাস করছিলেন৷ পুলিশের অফিসারটি জানান, পেশায় গাড়ি চালক ওই ব্যক্তির বসবাসের স্থায়ী কোনও ঠিকানা ছিল না৷
এদিকে, পুলিশ ডগ স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের ডেকে এনেছে৷ কোনও ক্লু এখনও পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ অফিসার৷ তাঁর কাছে জানা গেছে, মৃতের শরীরে একাধিক ক্ষতের চিহ্ণ রয়েছে৷ তাছাড়া রাস্তায় প্রচুর রক্তের দাগও দেখতে পেয়েছেন তাঁরা৷ এতে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে সুব্রত দাসকে খুন করা হয়েছে৷

