নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ ডিসেম্বর৷৷ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় সারা দেশে সংগঠিত কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় সিপিএমের মিছিল ও পথসভাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে৷ শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিএমের সংঘর্ষে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন৷ তাঁদের আগরতলার জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷ পুলিশ ওই সংঘর্ষের ঘটনায় সুয়ো-মোটো মামলা নিয়েছে৷ পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন বিলোনিয়ার এসডিপিও সৌম্য দেববর্মা৷ এদিকে, এদিনের সংঘর্ষের ঘটনায় কাঁদা ছুঁড়াছুড়িতে মেতে উঠেছে শাসক-বিরোধী৷

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিলোনিয়া শহরে মিছিল বের করে সিপিএম৷ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় তাঁরা মিছিল শেষে পথসভার অনুমতি নিয়েছিলেন৷ কিন্তু বিজেপি কর্মীরা তাঁদের বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছে সিপিএম৷ এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত বলেন, আজ মিছিল করে যাওয়ার সময় ১ নম্বর টিলা এলাকায় বিজেপি আশ্রিত দুষৃকতীরা হামলা করেছে৷ তাদের ছোঁড়া ইট-পাটকেলে দলীয় কর্মী এবং পুলিশ আহত হয়েছেন৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের অনুরোধে প্রতিরোধ গড়ে তোলার বদলে আমরা পুরনো মটরস্ট্যান্ডের দিকে রওয়ানা দেই৷ কিন্তু সেখানেও বিজেপি কর্মীরা বাধা দেওয়ায় পার্টি অফিসের সামনেই আমাদের পথসভা করতে হয়েছে, ক্ষোভের সুরে বলেন তিনি৷
তাপস দত্তের বক্তব্য, ত্রিপুরায় আইনের শাসন নেই আজকের ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে৷ কারণ, পুলিশের সামনেই আজ বিজেপি কর্মীরা আমাদের উপর আক্রমণ করেছে৷ তাঁর কথায়, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সারা দেশে আওয়াজ উঠেছে৷ কিন্তু, ত্রিপুরায় বিজেপি কর্মীরা গুণ্ডামি করে আওয়াজ দমিয়ে রাখতে চাইছেন৷ তাঁর দাবি, গুণ্ডামি করে কোনও আইন লাগু করা যাবে না৷ সাথে তিনি যোগ করেন, আজকের ঘটনায় দোষীদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছি৷
এদিকে, পাল্টা সাংবাদিক সম্মেলনে সিপিএমকে তুলোধোনা করেছেন বিজেপি-র দক্ষিণ জেলা সভাপতি বিধায়ক শঙ্কর রায়৷ তাঁর কথায়, সারা দেশে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করছে৷ তেমনি, ত্রিপুরায়ও বিরোধীরা সন্ত্রাস করে শান্তি নষ্ট করতে চাইছেন৷ তিনি কটাক্ষ করে বলেন, সিপিএম শান্তি সহ্য করতে পারে না৷ তাই, ক্ষমতা হারিয়ে ত্রিপুরায় অশান্তির পরিবেশ কায়েম করতে চাইছে৷ তাঁর অভিযোগ, সিপিএম নাগরিকত্ব আইনের ভুল ব্যাখ্যা করে ত্রিপুরায় দাঙ্গা বাঁধানোর উস্কানি দিচ্ছে৷ তাঁদের বক্তব্যে এমনটাই মনে হচ্ছে, সিপিএম বিধায়ক প্রভাত চৌধুরীকে নিশানা করে বলেন তিনি৷
বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানিয়েছেন, মিছিলকে কেন্দ্র সিপিএম ও বিজেপি উভয় দলের কর্মীরা জড়ো হলে পুলিশ সিপিএম কর্মীদের ফিরে যেতে বলেন৷ তাঁর কথায়, এমনিতেই বিলোনিয়ায় যে-কোনও রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ তাই আজ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ তবুও ইট-পাটকেল ছোঁড়া হয়েছে৷ এতে মহিলা সাব-ইন্সপেক্টর চম্পা দাস এবং সাব-ইন্সপেক্টর স্মৃতিকান্ত বর্ধন আহত হন৷ চম্পা দাসের মাথায় আঘাত লেগেছে এবং স্মৃতিকান্ত বর্ধন হাতে ব্যথা পেয়েছেন৷ তাঁদের প্রথমে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু চিকিৎসকরা তাঁদের জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন, জানান তিনি৷ তিনি আরও জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷ পুলিশ সংঘর্ষের ঘটনায় সুয়ো-মোটো মামলা নিয়েছে৷

