
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): পূর্ব দিল্লির সীলমপুরে হিংসার ঘটনায় পৃথক তিনটি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ| দাঙ্গা, জনসাধারণের সম্পত্তি নষ্ট ও পাথর নিক্ষেপের দায়ে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তিনটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ| এছাড়াও সীলমপুর হিংসার ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে| আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান চলছে| উত্তর-পূর্ব দিল্লির অতিরিক্ত ডিসিপি আর পি মীনা জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকেই স্থানীয়| বাকিদের খোঁজে তল্লাশি চলছে| সীলমপুর, জাফরাবাদ এবং দয়ালপুরে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে|’
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে ও প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে পূর্ব দিল্লিতে| পূর্ব দিল্লির সীলমপুরে পুলিশ বিক্ষোভকারীদের মিছিল আটকালে অশান্তি শুরু হয়| হাজার হাজার মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন| বাস ভাঙচুর করা হয়| বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা| পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়| মারধরও করা হয় পুলিশ কর্মীদের|
ওই হিংসার ঘটনাতেই পৃথক তিনটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ| দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দাঙ্গা, জনসাধারণের সম্পত্তি নষ্ট ও পাথর নিক্ষেপের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি এফআইআর দায়ের করা হয়েছে| ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৮ জনকে, বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে|

