BRAKING NEWS

মোদীকে সারা দেশে গণভোট করার চ্যালেঞ্জ মমতার

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ফের একবার রানী রাসমণি রোডে বৃহস্পতিবার প্রতিবাদ সভার ডাক দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কাঁসর ঘন্টা বাজিয়ে আমরা সবাই নাগরিক স্লোগান দিয়ে মঞ্চে উপস্থিত হন মমতা। ব্ল্যাকবোর্ডে নাগরিক সবাই লিখে তার নিচে চোখের ছবি এঁকে দেন তিনি।

জানান, “মনে রাখবেন আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। কারোর দয়ায় এদেশে বসবাস করি না। সব মহল থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ চলছে এবং চলবে। এই আইন বাতিল করতেই হবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৭৩ বছর পরে এসেও কেন সবাইকে প্রমাণ করতে হবে যে সে ভারতীয় নাগরিক?

এদিন মঞ্চ থেকে মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “সারা ভারতবর্ষে গণভোট করা হোক। সেই ভোটে দেখা যাক কতজন মানুষ নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জীকে মানছে। যদি সেই ভোটে মোদী সরকার হেরে যান তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন তো ?”

গত চারদিন ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় কর্মসূচি চালাচ্ছে কেন্দ্র বিরোধী সরকার। গত তিনদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের করেছেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার রানী রাসমণি রোডে এক বিশাল জনসভার ডাক দেন তিনি। আগামীকাল পার্ক সার্কাসেও এক জনসভার ডাক দিয়েছেন তিনি । তবে শুধু তৃণমূল সমর্থক নয় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে পথে নেমে তার মিছিলে এবং সভায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অনেক সময় রাস্তায় নামতে হয়। রাজনৈতিক দলের নাম ভুলে যান। নিজের সম্প্রদায়ের নাম ও ভুলে যান। বিহারের দিল্লিতে উত্তরপ্রদেশের উত্তর-পূর্বে সব জায়গায় রাস্তায় নামুন কেউ বসে থাকবেন না”।

এই নতুন নাগরিকত্ব সংশোধনী আইনে হিন্দুদের কোনরকম নথি লাগবে না বলে জানিয়েছে বিজেপি সরকার। পাশাপাশি ওই আইনে বলা হয়েছে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে হিন্দু জৈন পারসিক বৌদ্ধ খ্রিস্টান ধর্মের যারা আসবেন তাদের এদেশে নাগরিকত্ব দেওয়া হবে। এই কথার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, “হিন্দুদের কোন কিছু লাগবে না বলেছে। কিন্তু আইন তো সবার ক্ষেত্রে সমান। আইন বিভেদ করে না। তাহলে অসমে কেন ১৩লক্ষ হিন্দু নাম বাদ গেল।” পাশাপাশি কেন্দ্র সরকার দাঙ্গা করে দেশকে ভাগ করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসাথে এদিন মমতা লখনৌতে নাগরিকত্ব আইনের বিরোধিতা প্রসঙ্গ টেনে বলেন, “সবাইকে ভয় দেখিয়ে সংবিধান না মেনে যা ইচ্ছা করা হচ্ছে। উত্তরপ্রদেশ কর্ণাটক দিল্লি বিজেপি শাসিত রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যত দিন যাবে বাংলার মাটিতে আন্দোলন আরও বাড়বে এই আন্দোলন নিজের অস্তিত্বের আন্দোলন।”

অন্যদিকে, এনআরসি ও সিএএ- এর সাথে জনগণনাকেও মানতে চাইছে না রাজ্য সরকার। এ প্রসঙ্গে মমতা জানান, “গণনার নাম করে বিজেপি সরকার ফন্দি করতে পারে সেই কারণে আমরা এখানে জনগণনা করতে দিচ্ছি না ভোটার লিস্ট ভালো করে বানান। কারোর নাম যেন বাদ না যায়। রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট নিয়ে গিয়ে ভোটার লিস্টে নাম তুলুন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *