নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করে নেবার দাবিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে বুধবার কংগ্রেস ভবনের সামনে গণবস্থান সংগঠিত করা হয়৷ গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে যুব নেতৃবৃন্দ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে দেশে এক অশান্তির পরিবেশ কায়েম হয়েছে৷

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পুলিশী লাঠিচার্জ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুব কংগ্রেস৷ বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছে৷ এ ধরনের ঘটনার প্রতিবাদে এই বলে জানান নেতৃবৃন্দ৷ বিজেপি রাজ্যতে বিভাজন করতে চাইছে বলেও অভিযোগ করা হয়৷

