চাম্পাহাওরে কাকা-ভাতিজা খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ সাতসকালে প্রত্যন্ত চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকায় কাকা ও ভাতিজার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ব্রিজে ঝুলন্ত অবস্থায় কাকা শম্ভূ কুমার দেববর্মা(৪৭) এবং ব্রিজের নিচে ভাতিজা দিলীপ দেববর্মার(৩৫) মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ খোয়াই জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে ঘটনাটি শত্রূতার জেরে খুন বলে দাবি করেছেন৷ খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে দাবি খোয়াই জেলা পুলিশ সুপারের৷


আজ সকালে খোয়াই জেলায় চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকায় ব্রিজের রেলিঙে ঝুলন্ত অবস্থায় একজন এবং ব্রিজের অপর আরেকজনের মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাম্পাহাওর থানায়৷ খবর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন৷ কিছুক্ষণের মধ্যেই এসডিপিও এবং খোয়াই জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌছান৷ ব্রিজে ঝুলে থাকা শম্ভূ কুমার দেববর্মাকে প্রথমে পুলিশ উদ্ধার করেন৷ তারপর ব্রিজের নিচে পরে থাকা দিলীপ দেববর্মাকেও উদ্ধার করে উপরে তুলে আনেন৷


মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে খোয়াই জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মৃত কাকা ও ভাতিজা গোলাকবাড়ি এলাকার বাসিন্দা৷ তিনি জানান, গতকাল রাতে দিলীপ দেববর্মা ও চারজন মিলে মদ্যপান করেছেন৷ কৃষি কাজ শেষ করে শম্ভূ দেববর্মাও তাদের সাথে মদ্যপান করেন৷ তারপর তারা সকলে মিলে ব্রিজের দিকে যান৷ খোয়াই জেলা পুলিশ সুপার বলেন, শত্রূতার জেরেই ওই দুইজন খুন হয়েছেন, প্রাথমিক তদন্তে এমনটাই মনে হচ্ছে৷ তিনি জানান, ওই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷


খোয়াই পুলিশ সুপার আরও জানান, খুনের ঘটনার রহস্য উন্মোচনে ডগ স্কোয়াড, ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডাকা হয়েছে৷ তিনি সাফ জানিয়েছেন, ওই খুনের ঘটনায় বহিরাগত কেউ যুক্ত রয়েছে বলে মনে হচ্ছে না৷ তাছাড়া, রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছেন এমন কোন প্রমান পাওয়া যায়নি৷ প্রাথমিক তদন্তে নিশ্চিত শত্রূতার জেরেই তারা খুন হয়েছেন, দাবি করেন তিনি৷
এদিকে, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছে পুলিশ৷ একই পরিবারের কাকা ও ভাতিজার মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷