পূর্ত ঘোটালা মামলায় ফের বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরীর জামিনের ফের খারিজ করে দিয়েছে আদালত৷ পূর্ত ঘোটালা মামলায় আগামী ২০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে৷ বাদল চৌধুরী তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন৷
২০০৮ সালে পূর্ত ঘোটালায় ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিককে গ্রেফতার করেছে৷ ওই ঘোটালায় অপর অভিযুক্ত পূর্ত দফতারের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিংহ এখনো পলাতক৷


বাদল চৌধুরীর জামিনের আবেদন ইতিপূর্বে ত্রিপুরা হাই কোর্টও খারিজ করে দিয়েছে৷ এমনকি বাদল চৌধুরীর বিরুদ্ধে এজাহার বাতিলের আবেদনও ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷ অবশ্য এজাহার থেকে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৪১৮ এবং ৪২০ ধারা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ ত্রিপুরা হাইকোর্টে সর্বশেষ শুনানিতে বিচারপতি অরিন্দম লোধ বাদল চৌধুরী উন্নত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন৷


আজ পূর্ত ঘোটালায় পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে বাদল চৌধুরীকে সোপর্দ করে পুলিশ৷ সাথে সুনীল ভৌমিককেও সোপর্দ করেছে পুলিশ৷ আদালতে বাদল চৌধুরীর আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান৷ কিন্তু, আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ পরবর্তী শুনানির দিন ২০ ডিসেম্বর ধার্য্য করেছে৷ এ-বিষয়ে বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন বলেন, আজ আদালতে পূর্ত ঘোটালায় শুনানির দিন ধার্য্য ছিল৷ তাই, আজ জামিনের আবেদন পুনরায় জানানো হয়েছিল৷ কিন্তু আদালত তা খারিজ করে দিয়ে ২০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে৷
এদিকে, বাদল চৌধুরী তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন৷ তিনি বলেন, বিনা দোষে তাঁকে ফাঁসানো হয়েছে৷ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে৷ তবে, তিনি ন্যায় পাবেনই, জোর গলায় দাবি করেন বাদল চৌধুরী৷