নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): নির্ভয়া ধর্ষণ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে| নির্ভয়া ধর্ষণ মামলার শুনানির জন্য গঠিত হবে নতুন বেঞ্চ| বুধবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ নির্ভয়া ধর্ষণ মামলার শুনানির জন্য গঠিত হবে নতুন বেঞ্চ, মঙ্গলবার এমনই জানিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদে|
মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন-সদস্যের বিচারপতির বেঞ্চে শুরু হয় নির্ভয়া ধর্ষণ মামলার শুনানি| বেঞ্চের অপর দু’জন সদস্য হলেন বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আর ভানুমতি| শুনানি শুরু হওয়ার পরই নির্ভয়া ধর্ষণ মামলা থেকে নিজেকে সরিয়ে নেন প্রধান বিচারপতি এস এ বোবদে, উল্লেখ করেন ব্যক্তিগত কারণ| এরপর প্রধান বিচারপতি জানান, নির্ভয়া ধর্ষণ মামলার শুনানির জন্য গঠিত হবে নতুন বেঞ্চ| বুধবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ নির্ভয়া ধর্ষণ মামলার শুনানির জন্য গঠিত হবে নতুন বেঞ্চ|