সুপ্রিম কোর্টে সিএএ মামলার শুনানি ১৮ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনের শুনানি হবে ১৮ ডিসেম্বর৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বুবদের বেঞ্চ ওই শুনানির দিন ধার্য করেছে৷ এ-বিষয়ে ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে অন্যান্য আবেদনের সাথে তাঁর আবেদনও ওইদিন শুনানি হবে৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চল থেকে নেসু-র আবেদনটিও সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে৷ একইদিনে ওই আবেদনের শুনানি হবে৷


লোকসভা এবং রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর ওই বিলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করেন৷ গত ১২ ডিসেম্বর ওই বিলে রাষ্ট্রপতির হতেই ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেন৷ আজ তিনি বলেন, ওই বিলের বিরোধীতা শুরু থেকেই করছি৷ কারণ, ত্রিপুরায় প্রতিবেশী রাষ্ট্র থেকে একাধিকবার শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, ১৯৪০ সালে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ত্রিপুরার মহারাজা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন৷ তেমনি ১৯৪৬ সালে নোয়াখালীতে দাঙ্গা হাওয়ায় সেখান থেকে আসা হাজার হাজার শরণার্থীদের ত্রিপুরায় থাকতে দেওয়া হয়েছিল৷ প্রদ্যুতের দাবি, ১৯৪৮ সালে ত্রিপুরার কাঞ্চনপুরে মহারানী কাঞ্চনপ্রভা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য ৩০০ একর জমি বরাদ্দ করেছিলেন৷ শুধু তাই নয়, ১৯৫৬, ১৯৬৫ এবং ১৯৭১ সালে কেন্দ্র এবং রাজ্য সরকার ত্রিপুরায় শরণার্থীদের আশ্রয় দিয়েছে৷


তাঁর বক্তব্য, এদেশে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে একাধিকবার শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে৷ ফলে, এখন পুনরায় বোঝা নেওয়ার ক্ষমতা নেই আমাদের, বলেন তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরার জনজাতিদের ত্যাগের ইতিহাস রয়েছে৷ তা কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে৷ তাদের সমস্যা উড়িয়ে দেওয়া যাবে না৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন৷ তাই ওই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি৷


তাঁর কথায়, আমার আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে তাই আমি কৃতজ্ঞ৷ উত্তর-পূর্বাঞ্চল থেকে নেসু-র আবেদনও সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে৷ তিনি বলেন, বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে তাঁর মামলা পরিচালনা করবেন৷ তাঁর কথায়, ওই আইনের সাংবিধানিক বৈধতাকে আরও অনেকেই চ্যালেঞ্জ জানিয়েছেন৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র আরো বেশ কয়েকটি আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে৷ সুপ্রিম কোর্ট সমস্ত আবেদন একত্রে শুনবেন বলে স্থির করেছে৷