কাঁঠালতলীতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ আবারো রাজধানী লাগোয়া ছিনাইহানি কাঁঠালতলি এলাকায় রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন এক যুবক৷ মৃত যুবকের নাম দিপ্তনু সরকার৷ বয়স ২৯ বছর৷ তার বাড়ি পশ্চিম ভুবনবন এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচিত ব্যক্তি এন.সি.সি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের ফোন করে জানায় ছিনাইহানি কাঁঠালতলি এলাকায় রাস্তার পাশে এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে৷ সেই মোতাবেক দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দিপ্তনু সরকারকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা দিপ্তনুকে মৃত বলে ঘোষণা করে৷


এইদিকে দিপ্তনুর বড় ভাই চন্দন সরকার সংবাদ প্রতিনিধিদের জানান শুক্রবার দিপ্তনু ছিনাইহানি এলাকায় মামার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল৷ সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে৷ তিনি আরও জানান এই ঘটনায় কিছু লোক জড়িত রয়েছে বলে সন্দেহ আছে ওনাদের৷ সন্দেহ ভাজনদের বিরুদ্ধে তিনি থানায় মামলা দায়ের করবেন বলেও জানান৷ তবে দিপ্তনুকে যে খুন করা হয়েছে তা এক প্রকার স্পষ্ট৷


মৃতদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাছাড়া যে স্থান থেকে দিপ্তনুর দেহ উদ্ধার হয়েছে, সেই স্থানের পারিপাশ্বিক চিত্র থেকে একটা বিষয় পরিষ্কার সেখানে দিপ্তনুর সাথে দুষৃকতিদের মধ্যে ঝামেলা হয়েছে৷ এইদিকে শনিবার সকালে জিবি হাসপাতালে ছুটে যান সদর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখন দেখার পুলিশ এই হত্যার ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা৷