
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দাঁড়িয়ে প্রাক্তন জোটসঙ্গী বিজেপির নিন্দায় মুখর হলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। জাতীয়তাবাদ এবং হিন্দুত্বের শংসাপত্র বিজেপি থেকে নেওয়া দরকার নেই শিবসেনার বলে জানিয়েছেন তিনি।
বুধবার সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘গতকাল থেকে শুনে আসছি যে এই বিলকে (নাগরিকত্ব সংশোধনী) যারা সমর্থন করবে না তারা দেশদ্রোহী। আর যারা সমর্থন করবে, তারা দেশভক্ত।’ নাগরিকত্ব সংশোধনী বিলের সম্পর্কে বলতে গিয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘এই বিলটি পাশ হলে কি অনুপ্রবেশকারিদের হটিয়ে দেওয়া হবে? উদ্বাস্তুদের আশ্রয় দিলে, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই সকল উদ্বাস্তুদের কি ভোটাধিকার দেওয়া হবে?’
উল্লেখ করা যেতে পারে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করলেও বিলটি নিয়ে যে সংশয় রয়েছে তা দূর না হওয়া পর্যন্ত রাজ্যসভায় বিলটিকে যে সমর্থন করবে না শিবসেনা মঙ্গলবার তা সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সঞ্জয় রাউত।

