নেহেরু-লিয়াকত চুক্তির ধারাগুলিকে অগ্রাহ্য করেছে পাকিস্তান : অমিত শাহ

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : নেহেরু-লিয়াকত চুক্তির ধারাগুলিকে অগ্রাহ্য করেছে পাকিস্তান, তাই নাগরিকত্ব সংশোধনী বিলের দরকার হয়ে পড়েছিল বলে রাজ্যসভায় জবাবি ভাষণে জানিয়েছেন অমিত শাহ।

বুধবার অমিত শাহ জানিয়েছেন, ‘লিয়াকত-নেহেরু চুক্তির ধারাগুলিকে মানেনি প্রতিবেশী দেশ। প্রতিটি সরকারের উচিত এই ধারাগুলিকে ব্যবহারিক ভাবে কার্যকর করা।’

উল্লেখ করা যেতে পারে ১৯৫০ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানের মধ্যে চুক্তি হয়। যা দুই দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার কথ বলেছিল।

এদিন অমিত শাহ বলেন, ইউপিএ আমলে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে রাজস্থান সরকার চিঠি দিয়েছিল, সেই চিঠিতে দুই পাকিস্তান থেকে আসা হিন্দু ও শিখদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেছিল। কিন্তু বর্তমানে দুই থেকে সেই সংখ্যাটা ছয় করা হয়েছে।