ধর্মনিরপেক্ষতার প্রতি দায়বদ্ধ বিজেপি সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতার প্রতি দায়বদ্ধ বিজেপি সরকার বলে লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর সংসদের নিম্নকক্ষে অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না। বিগত ৭০ বছর ধরে যাদের প্রতি অবিচার করা হচ্ছিল, তারা এবার বিচার পাবে । ধর্মীয় কারণে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে নিপীড়িত হওয়া সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব নিশ্চিত করবে এই বিল। সহনশীলতার ভারতের যে চারিত্রিক বৈশিষ্ট, তা মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন,  ১০ হাজার বছরের প্রাচীন ইতিহাসে কখনও কোনও দেশকে আক্রমণ করেনি ভারত।

বৈচিত্রের মধ্যে একতাই ভারতের মূল মন্ত্র। পরিবর্তনকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করে এগিয়ে নিয়ে গিয়েছে ভারত। ধর্মের কারণে কারও প্রতি বঞ্চনা করা হয়নি। বিলটি পাশ হলে বহু মানুষ কঠিন পরিস্থিতির থেকে মুক্তি পাবে এবং ভারতীয় নাগরিক হওয়ার মর্যাদা অর্জন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *